১৯৯৮ লোকসভা নির্বাচন- মোট ৪২টা আসনের মধ্যে তৃণমূল জিতল ৮টিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯৯ লোকসভা নির্বাচন- ফের ৮টা আসনে জয়


আরও পড়ুন-তৃণমূলের সেলেব সাংসদ-বিধায়করা


২০০০ কলকাতা পুরসভা নির্বাচন-বছর ঘুরলেই হবে বিধানসভা নির্বাচন। এমন একটা অবস্থায় হয়েছিল এই পুর নির্বাচন। বলা হচ্ছিল মিনি মহাকরণ দখলের লড়াই। হাওয়াকে কাজে লাগিয়ে ১৫ বছরের বাম শাসনকে হারিয়ে কলকাতা পুরবোর্ড দখল করল তৃণমূল-বিজেপি জোট। ১৪১টি-র মধ্যে তৃণমূল-বিজেপি জোট পেয়েছিল ৬১টি আসন, বামেরা পেয়েছিল ৬০টি। মেয়র হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়।


২০০১ বিধানসভা নির্বাচন-আদাজল খেয়ে নামলেন মমতা। গোটা রাজ্যে চষে বেড়ালেন। বললেন, সিপিএম সরবেই। তৃণমূলের জোটসঙ্গি এবার কংগ্রেস। কিন্তু ফল বেরোতেই দেখা গেল তৃণমূলের ফল খুব খারাপ হল। মমতার দল পেল মাত্র ৬০টা আসন, কংগ্রেস ২৬। সিপিএম পেলে ১৪৩টি আসন।


২০০৪ লোকসভা নির্বাচন- তৃণমূল ধরাশায়ী হল। একমাত্র দক্ষিণ কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সর্বত্র হেরে গেলেন তৃণমূল প্রার্থীরা। অপ্রত্যাশিতভাবে হেরে গেলেন তৃণমূলের সব হেভিওয়েটরা। তৃণমূলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠল।


২০০৬ বিধানসভা নির্বাচন- দু বছর আগের লোকসভা নির্বাচনের হতাশা ঝেড়ে ফেল দ্বিগুণ উত্‍সাহে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান উঠল 'হয় এবার, নয় নেভার'। মমতার এবার সঙ্গি বিজেপি। কিন্তু এবার আরও বড় ব্যর্থতা। মাত্র ৩০টা আসন জিতল তৃণমূল। বামফ্রন্ট পেল ২৩৫টি আসন। রাজ্যে বিরোধীদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠল।


২০০৮ পঞ্চায়েত নির্বাচন- বামেদের প্রথম ধাক্কা দিল তৃণমূল। সিঙ্গুর আন্দোলেনর ধাক্কায় গ্রামের মানুষের আস্থা টলে গেল শাসক দল বামফ্রন্টের প্রতি।


২০০৯ লোকসভা নির্বাচন-ঝড়, সুনামি। কংগ্রেসের সঙ্গে জোট করে ২৭টি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা কর ১৯টিতে জিতে চমকে দিল তৃণমূল। জোটসঙ্গি কংগ্রেস পেল ৬টা। সিপিএমের আসন নেমে এল মাত্র ৯। রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা শুরু করল তৃণমূল।


২০১০ কলকাতা পুরসভা নির্বাচন-ফের কলকাতা পুরসভা দখল করল তৃণমূল। এবার রেকর্ড সংখ্যাক আসন জিতে। তৃণমূল জিতল ৯৫টা আসন। গত পুরভোটের যে ৫৩টা নতুন ওয়ার্ডে জিতল তৃণমূল। কলকাতার নতুন মেয়র হলেন বেহালার শোভন চ্যাটার্জি।


২০১১ বিধানসভা নির্বাচন- ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে জোট বেধে তৃণমূল জিতল ১৮৪টি আসন।


২০১৩ পঞ্চায়েত নির্বাচন-তৃণমূলের বড় জয়। বিরোধীদের খুঁজতে দূরবীন লাগল।


২০১৪ লোকসভা নির্বাচন- তৃণমূলের ভোট বাড়ল, আসন বাড়ল। দিকে দিকে তৃণমূল স্লোগানে সিলমোহর দিল জনতা। ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেল ৩৪টি। দক্ষিণবঙ্গে একমাত্র আসানসোল বাদে সবগুলোতে জয়। গোটা দেশে আসনসংখ্যার বিচারে বিজেপি, কংগ্রেস, এআইএডিএমকে-র পর তৃণমূল চতুর্থ বৃহত্তম দল হল।


২০১৬ বিধানসভা নির্বাচন- নারদের হুল, বাম-কংগ্রেস জোট, বিজেপি-র চাপ, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার পরও বড় জয়। তৃণমূল একা লড়ে পেল ২১১টি আসন। ২০০ আসনের দাবি করা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র হেরে গেলেন। সিপিএম ফলের বিচারে অপ্রাসঙ্গিক হয়ে গেল। বিরোধী দলের মর্যাদা হারাল সিপিএম।