ওয়েব ডেস্ক: তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে রেখেছে বিজেপি। তোপ দাগলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তাঁর দাবি, অবিলম্বে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জঙ্গলমহলে শান্তিপূর্ণ ভোটই প্রমাণ করে নিঃশব্দে কতবড় বিপ্লব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পর্ব মিটে যাওয়ার পর মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের। জঙ্গলমহলে আগে এমন ভোট হলে ১৭ বছরেই পতন হত  বামফ্রন্ট সরকারের। এই মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগানোর অভিযোগ মানতে চাননি কেউই। পুরো দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপর


প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, যাতে এর পুনরাবৃত্তি পরের দফাগুলিতে না হয়, এজন্য তিনি কমিশনে অভিযোগ জানাবেন।