ওয়েব ডেস্ক: এক মহিলার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল কৃষ্ণনগরের কোতয়ালি থানার যাত্রাপুরে। স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে গর্ভপাত করাতে যান দীপনগরের বাসিন্দা চম্পা দুর্লভ। দুপুর তিনটে নাগাদ কাঁর মৃত্যু হয়। চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ হাতুড়ে ডাক্তার নন্দলাল বিশ্বাসের ক্লিনিকের সামনে ভিড় করেন চম্পা দুর্লভের বাড়ির লোকজন।


ঘটনাটি ধামাচাপা দিতে দেহটি তাঁর ক্লিনিকের বাইরে বের করে দেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ায় নন্দলাল বিশ্বাসের ক্লিনিকের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। রাত নটা নাগাদ দেহ উদ্ধার করে পুলিস। আটক করা হয়েছে হাতুড়ে ডাক্তারকেও।