ওয়েব ডেস্ক: ফের অ্যাসিড হামলার শিকার এক তরুণী। নবমীর রাতে মা ও মেয়ের ওপর অ্যাসিড ছুঁড়েছিল দুষ্কৃতীরা। আজ NRS- এ মারা গেল মেয়ে মৌ রজক। সেদিন রাতে ঠাকুর দেখে ফিরে ঘরেই ঘুমোচ্ছিলেন মা টুলু রজক ও মেয়ে মৌ। মাঝরাতে আচমকাই জানলার ফাঁক দিয়ে তাঁদের ওপর অ্যাসিড ছোঁড়া হয়। দুজনের শরীরের অনেক অংশই পুড়ে যায়। দুজনকেই প্রথমে বগুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় NRS-এ। এতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মা-মেয়ে। আজ লড়াইয়ের হেরে গেলেন মেয়ে মৌ। হাসখালি থানায় অভিযোগ দায়ের হলেও, পুলিস এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের


আরও পড়ুন কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে