ওয়েব ডেস্ক: ফের রাজ্যে অ্যাসিড হামলা। এ বার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতী। গুরুতর জখম মা ও ছেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তারকেশ্বর থানার পিয়াসাড়া কলোনি পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। কাল রাতে দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বছর চল্লিশের জ্যোত্‍স্না মালিক। মায়ের সঙ্গে বেরিয়ে আসেন ছেলে আনন্দ মালিকও। উঠোনেই মা ও ছেলের মুখে অ্যাসিড ছুঁড়ে পালায় দুষ্কৃতী। প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল পরে এসএসকেএমে তাঁদের ভর্তি করা হয়।


আরও পড়ুন- তৃণমূল নেতার ভয়ে গ্রাম ছেড়ে নৌকায় বাস করছেন উত্তর ভাটোরার বহু পরিবার


কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই এই হামলা বলে পরিবারের অভিযোগ। তদন্ত শুরু করলেও পুলিস এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।


আরও পড়ুন- অশান্ত বেলডাঙা