ওয়েব ডেস্ক: শাসক-বিরোধী কাজিয়ার নয়া ইস্যু এবার পুলিস। রাজ্য পুলিসের একাংশকে ভিতু বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদেরই সার্টিফিকেট দিয়ে, এবার অধীর চৌধুরীর মন্তব্য, শিরদাঁড়া আবার সোজা করে দাঁড়াচ্ছে পুলিস। রাজ্য পুলিস মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়লেও, বিরোধী জোট উচ্ছ্বসিত পুলিসের ভূমিকায়। অ্যাটাকিং ফর্মে অধীর চৌধুরী। বললেন, যতদিন পুলিস দাসত্ব করেছে ততদিন তাঁরা ভাল ছেলে ছিল। এখন তাঁরাই মুখ্যমন্ত্রীর ভাষায়, ভীতু।


সোমবার রাজ্যসভায় সুখেন্দুশেখর রায়কে বহিষ্কারের প্রতিবাদে, তৃণমূলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিজেপিকে। আর এই নিয়েই কটাক্ষ অধীরের। রাজ্যে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে কমিশনকে বার্তা দিতে সোমবার প্রথমে প্রদেশ কংগ্রেস দফতর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, এরপর ওয়াই চ্যানেলে সভা করে কংগ্রেস। ডেপুটেশন জমা দেওয়া হয় নির্বাচন কমিশনেও।