ওয়েব ডেস্ক: মমতার পর কে হবেন কাণ্ডারি? আনুষ্ঠানিক কোনও ঘোষণা তৃণমূলের তরফে হয়নি। তবে ডায়মন্ড হারবারের কামব্যাক সভায় অভিষেককে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস নজর কাড়ল। যুব সভাপতি অবশ্য এখনই যুবরাজের মুকুট পরতে নারাজ।তিনি এগিয়ে রাখলেন কর্মীদেরই। পরবর্তী প্রজন্ম তৈরি। কয়েকদিন আগেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। নেত্রীর সুরেই সুর মিলিয়ে যুব সভাপতির দাবি, তৃণমূল থাকবে। তবে আগাম মুকুট পরতে নারাজ অভিষেক। বাকি কর্মীদের সঙ্গেই ক্ষমতা ভাগ করে নেওয়ার অঙ্গীকার তাঁর গলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সেকেন্ড ইনিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বিজেপি


ডায়মন্ড হারবারে পা রেখেই বোঝা গিয়েছিল জনসভা কাকে কেন্দ্র করে। একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী ছিলেন মঞ্চে। তবে আসার কথা থাকলেও আসননি শোভন চট্টোপাধ্যায়। জরুরি কাজে বাইরে থাকায় আসতে পারেননি। ২৪ ঘণ্টাকে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন  ১ লরি মাটি ১৫০০ টাকা, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে  ঘুম ছুটেছে বারাকপুর শিল্পাঞ্চলের