উত্তরপ্রদেশের পর গেরুয়া টার্গেট পশ্চিমবঙ্গ, দাবি রাহুল সিনহার
মিশন ২০১৯। উত্তরপ্রদেশ দখলের পর গেরুয়া শিবিরের নেক্সট টার্গেট এখন পশ্চিমবঙ্গ। এমনটাই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। শাসকদলের বিরুদ্ধে পাল্টা মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি।
ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে নিরঙ্কুশ জয়। আবারও মোদি ম্যাজিক। গেরুয়া ঝড়ে সাফ সাইকেল সরকার। এরপর? মোদির টার্গেট কোন দিকে? এ যে শুধু গেরুয়া শিবিরের হুঙ্কার নয়, তা বোঝাই যাচ্ছে তাদের ঘর গুছোনোর পদ্ধতিতে। বিধানসভায় দাঁড়িয়ে কয়েকদিন আগেই গেরুয়া শিবিরের বাড়বাড়ন্তে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ শিক্ষামন্ত্রী। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, রাজ্যের স্কুলে স্কুলে সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে গেরুয়া শিবির। তোপ দেগেছিলেন সাম্প্রদায়িক মেরুকরণেরও।
শিক্ষামন্ত্রীর দাবি ছিল বাম আমলেই বংশবিস্তার করেছে গেরুয়া শিবির। সবুজ রাজত্বে তা কমেছে অনেকটাই। শিক্ষমন্ত্রীর দাবি উড়িয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর পাল্টা দাবি, মেরুকরণের রাজনীতি করছে তৃণমূলই। তারই ডিভিডেন্ড দেবে দুহাজার উনিশ।
গতবারের বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গকে নিশানা করেছে বিজেপি শিবির। কিন্তু তা নিয়েও বিতর্ক হয়েছে বিস্তর। বিরোধীরা বলেছেন, এসবই দিদি-মোদি গটআপ। সত্যিই কী তাই? উত্তর দেবে সময়ই। (আরও পড়ুন- কালিকাপ্রসাদের গাড়ির চালক গ্রেফতার)