ওয়েব ডেস্ক: পড়ুয়াদের আজব আবদার। অভিভাবকদের বিক্ষোভে উত্তাল বালি শিশু বঙ্গ বালিকা বিদ্যালয়। ঠিক সময়ে পড়ুয়ারা প্রোজেক্ট রিপোর্ট জমা না দেওয়ায় পরীক্ষায় বসার অনুমতি দেয়নি স্কুল। তারই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। ছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবি নিয়ে প্রধান শিক্ষিকার ঘরে বিক্ষোভ অভিভাবকদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ফের ভারী বৃষ্টির আশঙ্কা


১৬ই অগাস্টের মধ্যে অষ্টম, নবম, দশম শ্রেণির ছাত্রীদের প্রোজেক্ট রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ বেঁধে দিয়েছিল স্কুল। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কিছু ছাত্রী তাদের প্রোজেক্ট রিপোর্ট জমা দেয়নি। তাই তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। শুক্রবার থেকেই এনিয়ে স্কুলে গন্ডগোল শুরু হয়। শনিবার প্রধান শিক্ষিকার ঘরে ঢুকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শাস্তিপ্রাপ্ত পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকদের দাবি, ছাত্রীদের কেরিয়ারের কথা ভেবেই স্কুল কর্তৃপক্ষের নরম হওয়া উচিত।


আরও পড়ুন হাওড়াগামী গীতাঞ্জলি এক্সপ্রেস থেকে উদ্ধার দেহ, কোটি টাকা ও সোনার বিস্কুট!


এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম একটাই। তা মানতে হবে সবাইকেই। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিস। ক্ষুব্ধ অভিভাবকদের স্কুল থেকে বের করে আনা হয়। এর পর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্কুলের বাইরে ফের শুরু হয় বিক্ষোভ। বেশ কয়েক ঘণ্টা পর পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসে।