ওয়েব ডেস্ক: বিদ্যুত্‍ কেন্দ্রের জমি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। কৃষিজমি বাঁচাতে কাশীপুরের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পোলের হাট এলাকায় লাউহাটি-হাড়োয়া রাজ্যসড়ক অবরোধ গ্রামবাসীদের। ফলে বন্ধ যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। আন্দোলনে সামিল হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফ্লিপকার্টের উচ্চপদস্থ অফিসাররা কত টাকা বেতন পান জানেন?



সম্প্রতি মাছিভাঙা এলাকায় পাওয়ার গ্রিড কর্পোরেশন ৩০০ কেবির সাবস্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। জমিতে বিদ্যুতের খুঁটি পোতা শুরু হতেই আপত্তি জানায় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, সাব স্টেশন তৈরি হলে এলাকার পরিবেশ নষ্ট হবে,  কৃষিরাজের ক্ষতি হবে। তাই জমি রক্ষায় জীবন জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি নামে একটি অরাজনৈতিক মঞ্চ তৈরি করে, আন্দোলনে নামেন পোলেরহাট  ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাছিভাঙার বাসিন্দারা।