ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ছাত্র খুনের ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে উত্তপ্ত ডোমকল। আজ সকালে ওই ছাত্রের দেহ ডোমকলে পৌছলে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের গ্রেফতারের দাবিতে বহরমপুর-জলঙ্গী রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে।


স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, গতকাল জিয়াগঞ্জে একটি মেস বাড়ির পাশ থেকে হাত বাঁধা অবস্থায় ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। জিয়াগঞ্জের ত্রিপদ সিং কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রকে খুন করা হয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। ঘটনার পর থেকে মেস বাড়ির সকলে পলাতক।