পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুরের ইটাহারে
পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারে। ভোট উপলক্ষে সকালে বেকিডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যারিকেড বানিয়ে তল্লাসি অভিযান চালাচ্ছিল পুলিস ও প্রশাসন। এর ফলে রাস্তায় তীব্র যানজট হয়।
ওয়েব ডেস্ক: পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারে। ভোট উপলক্ষে সকালে বেকিডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যারিকেড বানিয়ে তল্লাসি অভিযান চালাচ্ছিল পুলিস ও প্রশাসন। এর ফলে রাস্তায় তীব্র যানজট হয়।
পুলিস তোলা নিচ্ছে, এমনটা আন্দাজ করে ব্যারিকেড এড়িয়ে পালানোর চেষ্টা করে একটি ছোট গাড়ি। সেই সময় হিমাংশু বিশ্বাস নামে বছর পঞ্চাশের এক ব্যক্তিকে ধাক্কা মারে ওই গাড়ি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে উত্তেজিত জনতা দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর কর্তব্যরত পুলিসকর্মীদের দিকে তেড়ে গেলে, প্রাণভয়ে ঘটনাস্থল ছেড়ে তাঁরা পালিয়ে যান। ছোট গাড়ি ও পুলিসের চেয়ার-টেবিল ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, উঠে যায় অবরোধ।