আলিপুরদুয়ার: স্মারক লিপি জমা দিতে গিয়ে আইসির সঙ্গে বচসায় জড়ালেন খোদ বিধায়ক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। শহরের ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্কুলের তরফে আলিপুরদুয়ার থানায় স্মারকলিপি দিতে যান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। নেতৃত্বে ছিলেন এলাকার বিধায়ক দেবপ্রসাদ রায়। পুলিস সুপারের ঘরেই আইসি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে বিধায়কের বচসা শুরু হয়। বিধায়কের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিস সুপার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিনকয়েক আগে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক স্কুলছাত্রী।এরপরই শহরের বেহাল ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয় প্রতিটি স্কুল। প্রতিবাদে মঙ্গলবার বেশ কয়েকটি স্কুলের তরফে আলিপুরদুয়ার থানায় স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ওই সব স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা আলিপুরদুয়ার থানায় যান স্মারকলিপি জমা দিতে। নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ রায়। অভিযোগ লিপিবদ্ধ করা দূর অস্ত থানার আইসি দেবাশিস চক্রবর্তী পুরো বিষয়টিই অভিভাবকদের মিটমাটের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন বলে অভিযোগ বিধায়কের। এরপরই পুলিস সুপারের ঘরে আইসির সঙ্গে বচসা শুরু হয় বিধায়কের।  বিধায়ক দেবপ্রসাদ রায়ের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিস সুপার।