ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের পিছনে চক্রান্তের অভিযোগ তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, কিছুদিন ধরেই সরকারকে হেনস্থা করতে এই চক্রান্ত করা হচ্ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ টিম করা হয়েছে। শনিবার রাতে বহরমপুর পৌছনোর পর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি সোমা মাইতি। এদিকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুনের জন্য প্রশাসনকেই দূষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।


আরও পড়ুন- মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে লেগেছে আগুন, মৃত ২


প্রসঙ্গত, আজকের এই অগ্নিকাণ্ডে আবারও উঠে গেল অগ্নি নির্বাপনের ব্যাপারে সরকারের ঢিলেঢালা মনোভাব। ওয়াকিবহাল মহলের মতে, এর আগে আমরি বা স্টিফেন হাউয়ের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নেয়নি সরকার। তার জন্যই এই চরম মূল্য চোকাতে হল।