ওয়েব ডেস্ক: ডাক্তারের ডিউটি শেষ। তাই ভর্তির পরও প্রসবের আগেই প্রসূতিদের ছুটি দিয়ে দিল হাসপাতাল। বলা হল, এমার্জেন্সিতে দেখিয়ে অন্য ডাক্তারের অধীনে ফের ভর্তি করাতে হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ।


গতকাল রাতে ডাক্তার দীপক গিরির অধীনে ভর্তি হন ৮-৯ জন প্রসূতি। আজ সকালে তাঁদের আচমকা ডিসচার্জ করে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের লোকেরা সুপারের কাছে অভিযোগ জানান। পরে, কয়েকজন প্রসূতিকে ফিরিয়ে নেয় হাসপাতাল। অভিযোগ অস্বীকার করেছেন সুপার। তাঁর দাবি, জেলার সব স্বাভাবিক প্রসব করানোর মতো পরিকাঠামো মেদিনীপুর মেডিক্যাল কলেজে নেই। (আরও পড়ুন- মহিলার রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ক্যানিং)