ভাঙড়ের মুকুটহীন সম্রাট আরাবুল আছেন আরাবুলেই। দল বহিষ্কার করলেও লোকচক্ষুর আড়ালে থেকে নিজস্ব ঢঙেই সব কাজ চালিয়ে যাচ্ছেন আরাবুল ইসলাম। বারুইপুর মহকুমাশাসকের অফিসে গিয়ে ধরা পড়ে গেলেন চব্বিশ ঘণ্টার ক্যামেরার সামনে।


ছবি না তোলার জন্য আঙুল তুলে তর্জনগর্জনও করলেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। গত ২৪ অক্টোবর তৃণমূল কংগ্রেস থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ভাঙড় দুনম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে এখনও বহাল আরাবুল। ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি এখনও তিনিই। আজ পরিচালন সমিতির বৈঠক ছিল। কিন্তু, সেখানে দেখা যায়নি আরাবুল ইসলামকে। তবে, বারুইপুর মহকুমাশাসকের অফিসে হঠাত্ই বিকেলে দেখা যায় তাঁকে। প্রায় একঘণ্টা ছিলেন সেখানে। প্রশাসনিক কাজকর্ম সারেন। তবে, ছবি তুলতে গেলেই বাধা দেন।