ওয়েব ডেস্ক: আরাবুলের কামব্যাক। বিধানসভা ভোটের আগে এখন এটাই ভাঙড়ের ক্যাচলাইন। পায়ের তলার জমি শক্ত করতেই, এই সিদ্ধান্ত তৃণমূলের। কিন্তু এরপর কী? আরও একবার আরাবুল-কাইজার দ্বন্দ্ব কি মাথাচাড়া দিতে চলেছে? আশঙ্কায় ভাঙর।ফের দলে স্বমহিমায় আরাবুল ইসলাম। সেই আরাবুল, ব্যাঁওতায় জোড়া খুনের জেরে যাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। তালপুকুরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হন তৃণমূলেরই রমেশ ঘোষাল এবং বাপন মণ্ডল। মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছিল আরাবুল ইসলামের নাম। বিচার হয়নি আজও। অভিযোগ, উল্টে হেনস্থা হতে হচ্ছে দুই পরিবারের লোকজনকে। এরই মধ্যে স্বমহিমায় প্রত্যাবর্তন আরাবুলের। নতুন ইনিংসের শুরুতেই, মঞ্চে দাঁড়িয়ে কাইজার-আরাবুল কোলাকুলি অবশ্য আশঙ্কায় জল ঢালতে পারেনি। বিরোধীদের অভিযোগ, সবটাই লোক দেখানো।  যদিও কাইজার গোষ্ঠী প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। আশঙ্কা, বেফাঁস মন্তব্য ফেলতে পারে বেকায়দায়। আরাবুল অবশ্য স্পিকটি নট মুডে। দলের নির্দেশে তাঁর কাছে পাখির চোখ এখন আসন্ন বিধানসভা ভোট।