ওয়েব ডেস্ক: বিধানসভা ভোট এগিয়ে আসতেই আরাবুল ইসলামের ওপর থেকে সাসপেনশন তুলে নিল তৃণমূল কংগ্রেস। গত বছর ভাইফোঁটার দিন ভাঙড়ের ব্যাঁওতায় খুন হন দুজন। ওই ঘটনার জেরেই আরাবুলকে সাসপেন্ড করে দল। তবে ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির পদেই ছিলেন আরাবুল। আজ ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের কর্মিসভায় হাজির ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন আরাবুলও।


কর্মিসভায় ভাষণের সময়েই শোভন চট্টোপাধ্যায় ঘোষণা করেন আরাবুলের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে। একইসঙ্গে দলের আরাবুলের বিরোধী কাইজার আহমেদকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁর দলীয় পদ। ঘোষণার পরেই সভামঞ্চে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের পাশে বসে পড়েন আরাবুল।