ওয়েব ডেস্ক: রসপুঞ্জ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালু। ঘটনার ৪৮ ঘণ্টা পর। গত সোমবার সিরাজুল ওরফে কালুই গাড়ি নিয়ে রসপুঞ্জে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। তদন্তে উঠে এসেছে, শুধু ওই একদিন নয়, রোজই সে ওভাবে দাঁড়িয়ে থেকে ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করত। চলত ইভটিজিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রভুর জীবন বাঁচাল পোষ্য, সত্যিই মানুষের প্রিয়বন্ধু কুকুর


সোমবারও বাবার SUV নিয়ে স্টান্টবাজি চালাচ্ছিল কালু। অভিযোগ, গাড়ির সওয়ারিরা সকলে মদ্যপ অবস্থায় ছিল। স্কুল ছুটির পর বেরনো প্রাইমারি স্কুলের পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে বেশ কয়েকজনকে গাড়ির নিচে পিষে দেয় কালু। মৃত্যু হয় চার জনের। এরপর থেকেই ফেরার ছিল সে। ক্ষোভ তার বিরুদ্ধে আগে থেকেই ছিল। এঘটনার পর বিক্ষোভে-প্রতিবাদ চরম আকার নেয়। পুলিসি গাফিলতির অভিযোগ ওঠে। দুদিন পালিয়ে থাকার পর, অবশেষে পুলিসের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত কালু।


আরও পড়ুন রোজ সাত ঘণ্টা ঘুমোচ্ছেন তো?