এটিএম কাউন্টারে টাকা তুলতে গেলে একেবারে মহা ধামাকা, হাতে চলে আসছে বাড়তি টাকা!
বাতিল নোটের ধাক্কা নয়। নো ক্যাশ, এই সমস্যাও নয়। বরং উলটপুরাণ। বর্ধমানের গলসিতে ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তুলতে গেলেই, পোয়াবারো। একেবারে মহা ধামাকা। হাতে চলে আসছে বাড়তি টাকা। এই যেমন পাঁচশো টাকা তোলার চেষ্টা করলে, বেরিয়ে পড়ছে আড়াই হাজার টাকা। আবার নশো টাকা তোলার চেষ্টা করছেন যে গ্রাহক, তিনি পেয়ে যাচ্ছেন হাতে গরম সাড়ে চার হাজার টাকা।
ওয়েব ডেস্ক: বাতিল নোটের ধাক্কা নয়। নো ক্যাশ, এই সমস্যাও নয়। বরং উলটপুরাণ। বর্ধমানের গলসিতে ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তুলতে গেলেই, পোয়াবারো। একেবারে মহা ধামাকা। হাতে চলে আসছে বাড়তি টাকা। এই যেমন পাঁচশো টাকা তোলার চেষ্টা করলে, বেরিয়ে পড়ছে আড়াই হাজার টাকা। আবার নশো টাকা তোলার চেষ্টা করছেন যে গ্রাহক, তিনি পেয়ে যাচ্ছেন হাতে গরম সাড়ে চার হাজার টাকা।
আরও পড়ুন বিদায়বেলায় হঠাই ঘুরে দাঁড়াল শীত, একধাক্কায় তাপমাত্রা নামল এতটা!
অথচ গ্রাহকদের মোবাইলে আসা মেসেজে দেখা যাচ্ছে, তিনি পাঁচশো বা নশো টাকাই নাকি তুলেছেন! ঘটনা জানাজানি হওয়ার পরই অবশ্য গলসি থানার পুলিস ও ব্যাঙ্ক ম্যানেজার গিয়ে ওই এটিএম কাউন্টারের ঝাঁপ বন্ধ করে দেন।
আরও পড়ুন সৌদি আরবে তীর্থ করতে গিয়ে উধাও হয়ে গেলেন রাজ্যের বেশ কয়েকজন যুবক