ভোটে অশান্তি, রেহাই নেই শিশুকেও, গ্রেফতার ২
রাজনীতির রোষানল থেকে রেহাই পেল না তিন বছরের শিশুও। আঘাত পড়ল শিশুর গায়েও। হালিশহরের বারেন্দ্রপল্লীর এই ঘটনায়, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেফতার দু`জন।
ওয়েব ডেস্ক: রাজনীতির রোষানল থেকে রেহাই পেল না তিন বছরের শিশুও। আঘাত পড়ল শিশুর গায়েও। হালিশহরের বারেন্দ্রপল্লীর এই ঘটনায়, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখনও পর্যন্ত গ্রেফতার দু'জন।
মাত্র তিন বছরের শিশুটির বোঝার বয়সও হয়নি, ভোট কী? তবু পড়ে পড়ে মার খেতে হল তাকেও। ভোট দিতে মেয়েকে নিয়ে রবিবার রাতে হালিশহরের ন-নম্বর ওয়ার্ডে বারেন্দ্রপল্লীতে বাপের বাড়িতে আসেন তার মা। শুরুতেই বড় ধাক্কা। অভিযোগ, দফায় দফায় হামলা হয় বাড়িতে। শিশুর দাদু এলাকায় সক্রিয় সিপিএম কর্মী। অভিযোগ, একারণে ভয় দেখাতেই হামলা করে তৃণমূল।
আতঙ্কিত পরিবার
ভয়ে-আতঙ্কে রাতে আর দু চোখ এক করতে পারেনি কেউ। ঠিক করে নেওয়া হয়, ভোট কেউ দেবেন না। তবে শিশুর মা তখনও অনড়, এঘটনার প্রতিবাদ হিসেবে ভোট তিনি দেবেনই। শিশুর মা ভোট দিলেন ঠিকই। কিন্তু ভোটের পর কী হবে! এই আশঙ্কায় সন্ত্রস্ত পরিবার।