ওয়েব ডেস্ক: ফের আক্রান্ত পুলিস। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের সবং-এ  কংগ্রেস ও সিপিএম কর্মীদের বিক্ষোভ সামাল দিতে গেলে, হামলা হয় পুলিসের ওপর। ভাঙচুর  করা হয় পুলিসের জিপ। আহত হন কয়েকজন পুলিস কর্মী।  ঘটনায় এখনও পর্যন্ত একজন সিপিএম ও একজন কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিস। সুষ্ঠু রেশন ব্যবস্থার দাবিতে  দশগ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ সমাবেশ ছিল সিপিএমের। সেই সমাবেশে যোগ দেয় কংগ্রেসও। সিপিএমের দাবি, ওই সমাবেশ থেকে ফেরার সময় শ্যামবাঘের পুকুর এলাকায় তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। অভিযোগ, পুলিস এসে সিপিএম কর্মীদেরই মারধর করে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।