ওয়েব ডেস্ক: আজও থমথমে আউশগ্রাম। শুনশান থানা সংলগ্ন গ্রামগুলি। গতকাল রাতভর চলেছে পুলিসি টহল। আজও সকালে বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে পুলিস। অভিযুক্তদের খোঁজে জারি রয়েছে তল্লাসিও। এদিকে আউশগ্রাম থানায় হামলার ঘটনায় অভিযুক্ত স্থানীয় CPM নেতা সুরেন হেমব্রমকে আজ আদালতে তোলা হবে। আদালতে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিসের পক্ষ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভাঙড়ের পর জমি বিতর্কে উত্তপ্ত বীরভূমের শিবপুর


গত পরশু রাতে আটক করা হয় সিপিএমের গুসকরা জোনাল কমিটির সম্পাদক সুরেন হেমব্রমকে। রাতভর জেরার পর গতকাল দুপুরে তাঁকে গ্রেফতার করে পুলিস। যদিও সিপিএমের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গ্রেফতার করা হয়েছে সুরেন হেমব্রমকে।


আরও পড়ুন  মালদায় আক্রান্ত হলেন এক তৃণমূল সমর্থকের মা ও স্ত্রী