ওয়েব ডেস্ক: বালুরঘাটে রক্ষীবিহীন লেভেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হল রেল দফতর। রেলপথের উপরে বা মাটির নীচ দিয়ে সেতু তৈরি করতে চেয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে অনুমতি চেয়েছে উত্তর-পূর্ব রেল। দক্ষিণ দিনাজপুরের ছয়টি রক্ষী বিহীন লেভেল ক্রসিংকে চিহ্নিত করা হয়েছে। রক্ষী বিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কোনও নতুন ঘটনা নয়। সারা দেশে প্রত্যন্ত এলাকায় বহু লেভেল ক্রসিংই অরক্ষিত রয়ে গেছে। ফলে  প্রাণহানিও ঘটে নিয়ম করেই।


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকে তিনটি, গঙ্গারামপুর ব্লকে দুটি এবং বংশীহারী ব্লকে একটি করে রক্ষী বিহীন লেভেল ক্রসিং রয়েছে। বালুরঘাটের বোয়ালদার, মল্লিকপুর, বেলাইন। গঙ্গারামপুরে রামচন্দ্রপুর, জয়পুর পাণ্ডেপারা বংশীহারির অন্ধর মাণিক রেলওয়ে লেভেল ক্রসিং এ রেলপথের উপর ও নীচ দিয়ে সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছে। কাজ শুরুর আগে স্থানীয় পঞ্চায়েত থেকে অনুমতিপত্র চেয়ে পাঠিয়েছে রেল। রেলদফতরের  উদ্যোগে খুশি স্থানীয় মানুষও। পঞ্চায়েতগুলিকে জরুরি ভিত্তিতে এনওসি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিডিও।