ওয়েব ডেস্ক: দেশদ্রোহিতায় ৩ জঙ্গিকে ফাঁসির সাজা শোনাল বনগাঁ আদালত। বনগাঁ ফাস্ট ট্র্যাক এক নম্বর আদালতে আজ শাস্তি ঘোষণা করেন বিচারক বিনয় কুমার পাঠক। ২০০৭ সালের ১ এপ্রিল পেট্রাপোল সীমান্তে BSF এর হাতে ধরা পড়ে ৪ জঙ্গি। ধৃতদের মধ্যে দুজন ভারতীয়, দুজন পাকিস্তানি নাগরিক। BSF ওই জঙ্গিদের পুলিসের হাতে তুলে দেওয়ার পর CID তদন্ত শুরু হয়। ২০১৩ সালে শেখ নইম ওরফে সামির নামে এদেশের এক জঙ্গি হেফাজত থেকে পালিয়ে যায়। আজ মুজফফর আহমেদ রাঠের, সেখ আবদুল্লা ও মহম্মদ ইউনুসের সাজা ঘোষণা করে আদালত। রাঠের ও আবদুল্লা পাক নাগরিক। এদেশে সন্ত্রাস চালাতে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করত তারা। CID জেরায় নিজেকে আত্মঘাতী জঙ্গি বলে স্বীকার করে ইউনুস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কালনায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আগুন জ্বলল নদিয়ার হবিবপুরে


ইউনুসকে জেরা করে জানা যায়, কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। পেট্রাপোলে ধৃত ৪ জঙ্গির বিরুদ্ধে ২০০৬ সালে মুম্বই ট্রেন বিস্ফোরণে পাক জঙ্গিদের সাহায্য করার অভিযোগ ছিল। প্রমাণ নথি খতিয়ে দেখে ৩ জনকে দোষী সাব্যস্ত করে বনগাঁ আদালত। দেশদ্রোহিতা, অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও তার জন্য অস্ত্র মজুত। এমন বেশ কয়েকটি ধারায় ৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়। আজ হল ফাঁসির সাজা ঘোষণা। মৃত্যুদণ্ডের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যাবে আসামীপক্ষ।


আরও পড়ুন আজ সকাল থেকেই ফের অশান্ত ভাঙড়