ওয়েব ডেস্ক : নোটকাণ্ডের জেরে বাংলাদেশ থেকে চিকিত্‍সা করাতে এসে বিপাকে পড়তে দেখা গেছে কয়েকজনকে। এবার সেই সমস্যার মাঝেই হাজির হল এক নতুন সমস্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- '৫০ দিন পর ভুল প্রমাণিত হলে জনতার রায় মাথা পেতে নেব'


বিশ্বভারতীতে পড়তে এসেছেন বাংলাদেশ থেকে। নোট বাতিলের ধাক্কায় অথৈ জলে পড়েছেন ওপার বাংলার বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা। খুচরো টাকা নেই হাতে। ব্যাঙ্কে গিয়েও যে টাকা তুলবেন তার  উপায় নেই। সেখানেও লম্বা লাইন। অর্থসঙ্কটে অথৈ জলে পড়েছেন এই বিদেশি ছাত্রছাত্রীরা। দৈনন্দিন একান্ত প্রয়োজনের জিনিস কীভাবে জুটবে তাও ভেবে পাচ্ছেন না। এই পরিস্তিতিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষাতেই আছেন তারা।