ওয়েব ডেস্ক: দিনের শুরুতেই পোস্ট অফিসে গিয়ে ধাক্কা গ্রাহকদের। সকাল নটা থেকে পোস্ট অফিসে টাকা জমা নেওয়ার কাজশুরু হলেও  টাকা বদল সম্ভব হচ্ছে না। কারণ, পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাকাই তাদের কাছে এখনও এসে পৌছয়নি। গ্রাহকের সংখ্যা যদিও খুব একটা চোখে পড়েনি বালিগঞ্জ পোস্ট অফিসে। পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে নতুন টাকা আসতে দুপুর হয়ে যাবে।সকাল নটাতেই বালিগঞ্জ পোস্ট অফিসের  কাজ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গিয়েছে টাকা জমা নেওয়ার কাজও। পোস্ট অফিসে বসানো হয়েছে টাকা  গোনার মেশিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সরকারের আশ্বাসই সার, পেট্রোল পাম্পে 'চলছে' না ৫০০, ১০০০


এদিকে, ব্যাঙ্ক খুলতেই অশান্তি। ব্যাঙ্কে টাকা বদলাতে গিয়ে বিপাকে পড়লেন গ্রাহকরা। কাঁকিনাড়া রথতলা স্টেট ব্যাঙ্কের ঘটনা । গ্রাহকদের অভিযোগ, দিনে দশহাজার টাকা লিমিট থাকলেও দুহাজার টাকার বেশি বদল করা যাচ্ছে না ব্যাঙ্ক থেকে। ক্যামেরায় ধরা পড়েছে সেই বিজ্ঞপ্তিও। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাকা কম আসাতেই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গ্রাহকদের অভিযোগ,  নটা থেকেই ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও, কাজ শুরু হয়েছে দশটার পর। লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রাহকরা।