ওয়েব ডেস্ক: হাতি ধরার অভিযানে নেমে অবশেষে সাফল্য পেল বাঁকুড়ার বন দফতর। বেলিয়াতোড় লাগোয় বারমেশিয়ার জঙ্গলে গতকাল সকাল থেকে শুরু হয়েছিল হাতি ধরা অভিযান। তিনটি খুনে হাতিকে চিহ্নিত করে অভিযান শুরু হয়। এই অভিযানে কুনকি হাতির পাশাপাশি ব্যবহার করা হয় ড্রোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রবিনসন স্ট্রিটের ছায়া বর্ধমানে!


দিনভর চেষ্টার পর সন্ধায় একটি খুনে হাতিকে ঘুমপাড়ানি গুলিতে নিস্তেজ করতে সক্ষম হন বনকর্মীরা। নিস্তেজ হাতিটিকে নিয়ে রাত্রেই উত্তরবঙ্গে হাতি পুর্নবাসন কেন্দ্রের দিকে রওয়ানা দিয়েছেন তাঁরা। দশ-বারো বছর বয়সী এই পুরুষ হাতিটির তাণ্ডবে বেশ কিছু দিন ধরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বেলবনি, খড়িগাড়া, চিংড়া এলাকায়। বাকি দুটি খুনে হাতির সন্ধানে চলছে তল্লাশি অভিযান।


আরও পড়ুন সরকারি হাসপাতালে এবার কর্পোরেট ছোঁয়া