ওয়েব ডেস্ক: ভোটে বিশাল জয়। তবু ঢাকা যাচ্ছে না গোষ্ঠীদ্বন্দ্বের ফাটল। মেয়রের  বৈঠকেই লেগে গেল ধুন্ধুমার। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়েছেন বিধায়কের অনুগামীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরসভার কমিউনিটি হলে দক্ষিণ ২৪ পরগনার সাংগঠনিক বৈঠক। মঞ্চে জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী রেজ্জাক মোল্লা। নীচে কাইজার। দূরে আরাবুল। একছাদের তলায় সবপক্ষ। রেজ্জাকের গলায় সিপিএমকে শেষ করার ডাক।


ভাঙড়ে আপাত একতার ছবি। নেতৃত্ব যখন স্বস্তির নিশ্বাস ফেলছে তখনই সুর কাটল ডায়মন্ড হারবার। অভিযোগ, বৈঠকের পরেই রাস্তায় দাঁড় করিয়ে মারধর করা হয় অঞ্চল সভাপতি অরুময় গায়েনকে। কাঠগড়ায় বিধায়ক দীপক হালদারের লোকজন।


হুলুস্থুল কাণ্ড। মেয়র তখন ওপরে। সঙ্গে সঙ্গেই ফোন করেন দীপক হালদারকে। ধমক। এর আগেও সাসপেন্ড হতে হয় দীপক হালদারকে। কোনওরকমে ঘটনাস্থল থেকে সরে পড়েন তিনি। অনেকেই অবশ্য মনে করছেন, সত্যিই ছোটর ওপর দিয়ে গেল।