ওয়েব ডেস্ক: ফেসবুকে আপত্তিকর ছবি। প্রাক্তন প্রেমিকের কুকীর্তির জেরে আত্মঘাতী কিশোরী। পরিবারের অভিযোগ, থানায় বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। নেওয়া হয়নি FIR।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহিলাদের হেনস্থা করতে ফেসবুকে অশ্লীল ছবি। এ ঘটনা নতুন নয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে কাজে লাগিয়ে বিকৃত বাসনা চরিতার্থ করার এই যে প্রবণতা এবার তাতে জুড়ে গেল বিষ্ণুপুরের অখ্যাত গ্রাম খড়িবেড়িয়ার নাম। সব জেনেও তিন মাস ধরে বিষ্ণুপুর থানার পুলিস হাত গুটিয়ে বসেছিল। বলছে আত্মঘাতী কিশোরীর পরিবার।


১৪ বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে। কিছুদিন পর বিচ্ছেদ। এখন ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি পোস্ট করছে প্রাক্তন প্রেমিক। পরিবারের অভিযোগ, প্রথমে পাড়ার ক্লাব। পরে বিষ্ণুপুর থানাকে সবই জানান হয়। কোনও ব্যবস্থা নেওয়া দূরে থাক। বরং নাবালিকা বিয়ের জুজু দেখিয়ে, ফেঁসে যাওয়ার ভয় দেখিয়ে তাদের ফেরত্‍ পাঠায় থানা।


আরও পড়ুন বাগুইআটির হত্যাকাণ্ডে তদন্ত শুরু করে উঠে আসছে একাধিক সম্ভাবনা


একদিকে সাইবার ক্রাইম বন্ধে পুলিসি পদক্ষেপের কথা ঢালাও প্রচার করা হচ্ছে। অন্যদিকে ফেসবুকে কিশোরীর একের পর এক আপত্তিকর ছবি পোস্ট করার কথা জেনেও হাত গুটিয়ে পুলিস। পরিবারের অভিযোগ বিষ্ণুপুর থানা আগে ব্যবস্থা নিলে তাদের মেয়েকে এ ভাবে চলে যেতে হত না।


অভিযুক্ত যুবক মিঠুন নস্করের বিরুদ্ধে বধূ নির্যাতন, হুমকি, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিস। কিশোরীর আত্মহত্যার পরই পালিয়ে গেছে মিঠুন। সে পলাতক বলে পুলিসও জানিয়েছে। মিঠুনের খোঁজে তার বাড়ি গিয়ে চোখে পড়েছে তালাবন্ধ দরজা।