সাংসদ অনুপম হাজরাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল বিশ্বভারতী ক্যাম্পাস
ফের অনুপম হাজরাকে নিয়ে ধুন্ধুমার বিশ্বভারতীতে। ক্যাম্পাসে সাংসদকে আটকে দিলেন তৃণমূল কর্মী সংগঠনের সদস্যরাই। গতকাল চাকরি ফিরে পাওয়ার দাবিতে উপাচার্যের ঘরের বাইরে বিক্ষোভ দেখান অনুপম। আজ ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে প্রবল বাধার মুখে পড়েন তিনি।
ওয়েব ডেস্ক : ফের অনুপম হাজরাকে নিয়ে ধুন্ধুমার বিশ্বভারতীতে। ক্যাম্পাসে সাংসদকে আটকে দিলেন তৃণমূল কর্মী সংগঠনের সদস্যরাই। গতকাল চাকরি ফিরে পাওয়ার দাবিতে উপাচার্যের ঘরের বাইরে বিক্ষোভ দেখান অনুপম। আজ ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে প্রবল বাধার মুখে পড়েন তিনি।
তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ শুরু করেন দলেরই কর্মী সংগঠনের সদস্যরা। সাংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়। অভিযোগ, অনুপম হাজরাকে মারধর করা হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিস। কয়েকদিন আগেই অনুপমের চাকরি ফেরতের দাবিতে উপাচার্যের ঘরের বাইরে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান সাংসদের বাবা দেবব্রত হাজরা। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে।
এদিকে, বিশ্বভারতীর ধুন্ধুমার কাণ্ডের জন্য উপাচার্যকে দায়ী করেছেন অনুপম হাজরা। তাঁর অভিযোগ, বহিরাগতদের ডেকে এনে হামলার পরিকল্পনা করেছেন উপাচার্যই।