ওয়েব ডেস্ক: আগের নির্বাচনে রাজনৈতিক হিংসার ঘটনায় অভিযুক্তদের ধরছে না পুলিস। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের কাছে এমনই নালিশ জানাল বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হুগলির দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষক পঞ্জাবের সিইও ভিকে সিং আজ জেলায় প্রশাসনিক বৈঠক করেন। এরপর তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। বিজেপির অভিযোগ, পুরভোটের সময় বাঁশবেড়িয়ায় তাদের কর্মীরা মার খান।


লোকসভা ভোটে ধনেখালিতেও একই ঘটনা ঘটে। পুলিস অভিযুক্তদের গ্রেফতার না করে ফেরার দেখাচ্ছে বলে কমিশনের পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানায় বিজেপি। এ বিষয়ে পুলিস সুপারের কাছে জানতে চান ভিকে সিং। দলীয় অফিস খুলতে দেওয়া হচ্ছে না, প্রশাসন মিটিং-মিছিলের অনুমতি দিচ্ছে না বলে তাঁকে অভিযোগ জানায় অন্যান্য বিরোধী দল।