ব্যুরো: কোচবিহার লোকসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে বিজেপি। ভোট বাড়ল দেড় লাখের বেশি। তমলুকে দ্বিগুণ বাড়ল ভোট। মন্তেশ্বরেও মোটের ওপর শক্তি ধরে রাখল গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নোট বিতর্কে ভোটারদের মেরুকরণের লাভ কুড়িয়েছে তারা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


নোটের ছায়ায় ভোট। রাজ্যে তিন আসনে উপনির্বাচনের কোনওটিতেই জেতেনি বিজেপি। কিন্তু তাদের শক্তি বেড়েছে বিলক্ষণ। কোচবিহারে এ বার তিন লক্ষ একাশি হাজার একশো চৌত্রিশ ভোট পেয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনের তুলনায় তাদের ভোট বেড়েছে প্রায় দু-লাখ। গত লোকসভা নির্বাচনের তুলনায় দেড় লাখের বেশি ভোট বেড়েছে। কোচবিহারে উপনির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। 


 


তৃণমূলের হাতে থাকা কোচবিহার পুরসভার কুড়িটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে তারা। তমলুকেও শক্তি বাড়িয়েছে বিজেপি। তমলুকে এ বার এক লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো পঞ্চাশ ভোট পেয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের তুলনায় তাদের ভোট বেড়েছে এক লাখের বেশি। গত দুটি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হয়েছে বিজেপির ভোট। নন্দীগ্রাম বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। মন্তেশ্বরেও নিজেদের শক্তি ধরে রেখেছে গেরুয়া শিবির। 


 


মন্তেশ্বরে এ বার ষোলো হাজার তিয়াত্তর ভোট পেয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের তুলনায় তাদের মোট ভোট এবং প্রাপ্ত ভোটের শতকরা হার প্রায় একই রয়েছে। কংগ্রেস-সিপিএমের ঘরে সিঁদ কেটে তাদের ভোটের একটা অংশ নিজেদের ঝুলিতে পুরেছে তারা।