ওয়েব ডেস্ক: শুধু তাপস পাল নয়, রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের আরও বিধায়ক, সাংসদ জড়িত। এই অভিযোগে জয়নগরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি তাপস পালের মতো বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। জয়নগরের জীবনমণ্ডলের হাটে তাপস পালের কুশপুতুলও দাহ করেন বিজেপি কর্মী সমর্থকরা।


আরও পড়ুন- স্ত্রীকে সঙ্গে নিয়ে CBI দফতরে তাপস পাল


প্রসঙ্গত, গতকাল ৪ ঘণ্টা টানা জেরার পর গ্রেফতার করা হয় তাপস পালকে। কাল সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিবিআই-এর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল সাংসদ। তাঁকে জেরার সময় বয়ানে অসঙ্গতি মেলে। আর তারপরই তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন গোয়েন্দারা। পরে তাপসের স্ত্রী নন্দিনী জানান যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই গ্রেফতারি।


আরও পড়ুন- তাপসের গ্রেফতারি নিয়ে ডেরেক উবাচঃ