ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলল রাজ্য বিজেপি। কালো টাকা পাচারে বাধা। তাই নাকি সেনা সমীক্ষার বিরোধিতা। দাবি দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী সেনার অপমান করেছেন। এই অভিযোগে, হাইকোর্টে যাচ্ছে তারা। এমন অভিযোগের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। প্রাথমিক ঝটকা কাটিয়ে উঠে সাংবাদিকরা জানতে চাইলেন তথ্যপ্রমাণ কী রয়েছে। আন্দোলনের জবাবি আন্দোলন। স্মারকলিপির পাল্টা স্মারকলিপি। এই স্ট্র্যাটেজি মেনেই রবিবার পাঁচ সঙ্গীকে নিয়ে রাজভবনে যান রাজ্য বিজেপি সভাপতি। রাজ্যপালের হাতে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্মারকলিপি তুলে দেন। তারপর জানালেন মামলা করার কথা। কিন্তু, ঘরের কবিয়ালই তো বেসুরো গাইছেন। গণতন্ত্রে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। মমতা প্রসঙ্গে শনিবার বলেছেন যোগগুরু বাবা রামদেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কেরিয়ারে সবথেকে বেশি সমস্যা হত কোন বোলারকে খেলতে, জানালেন স্বয়ং সচিন


বিজেপি সভাপতির দাবি, এটা অবাস্তব সম্ভাবনা। পূর্ব নির্দিষ্ট কর্মসূচি। প্রথামাফিক মিট দ্য প্রেস। তাতেই মাতিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। জমে গেল যুদ্ধ।


আরও পড়ুন  সচিনকে নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন, তাতে গর্বিত হবেন আপনিও