৪০০ কোটি জাল টাকার লেনদেন গোটা দেশে!
ভেজালের রমরমা আর জাল নোটের ছড়াছড়ি, গোটা দেশই এখন আতঙ্কে! আর এই আতঙ্কের আঁতুড়ঘর পশ্চিমবঙ্গের মালদা। এমনটা `মিথ` হয়ে ঘুরে বেড়ায় রাজ্যের আকাশে বাতাসে, `মালদার কিছু জায়গায় নাকি ঘরে ঘরে টাকা ছাপানোর মেশিন রয়েছে`। অবশ্যই নকল টাকা। শুধু তাই নয়, সন্ত্রাসের আম অস্ত্রের কারখানা নাকি এই মালদা জেলাই। ভারতীয় গোয়ান্দাদের কাছেও ব্ল্যাক লিস্টেড রাজ্যের এই জেলা।
ওয়েব ডেস্ক: ভেজালের রমরমা আর জাল নোটের ছড়াছড়ি, গোটা দেশই এখন আতঙ্কে! আর এই আতঙ্কের আঁতুড়ঘর পশ্চিমবঙ্গের মালদা। এমনটা 'মিথ' হয়ে ঘুরে বেড়ায় রাজ্যের আকাশে বাতাসে, 'মালদার কিছু জায়গায় নাকি ঘরে ঘরে টাকা ছাপানোর মেশিন রয়েছে'। অবশ্যই নকল টাকা। শুধু তাই নয়, সন্ত্রাসের আম অস্ত্রের কারখানা নাকি এই মালদা জেলাই। ভারতীয় গোয়ান্দাদের কাছেও ব্ল্যাক লিস্টেড রাজ্যের এই জেলা।
জাল নোট কীভাবে ছড়িয়ে পড়ছে? চোখ বোলান পরিসংখ্যানে-
প্রতি দশলক্ষ নোটে ২৫০টি জাল।
সারা দেশের মোট টাকার মধ্যে ৪০০ কোটি জাল।
প্রতি বছর ৭০ কোটি টাকার জালনোট ছড়াচ্ছে ভারতের বাজারে।
জালনোটের মুনাফা যাচ্ছে জঙ্গিফান্ডে।
জাল নোটের টাকাতেই চলছে রমরমিয়ে মাদক চাষ।
এককথায় টেরর হাব মালদা।