ওয়েব ডেস্ক: দৃষ্টিশক্তি না থাকলেও দৃষ্টান্ত স্থাপন করবেন। এভারেস্টে উঠবেনই। দৃঢ় মনোবল সম্বল অভিজিতের। অন্যরা পারলে ওরাই বা নয় কেন বলেন ট্রেনার ইন্দ্রনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এভারেস্ট। খবরের শিরোনামে। শীর্ষে  পৌছনোর ইচ্ছে থাকলেও শেষরক্ষা হয় না। সুস্থ মানুষ অসুস্থ দেহে ফেরেন। কারোর ফেরাই হয় না। এই যখন পরিস্থিতি তখন যদি এমন কেউ বা কারা যদি বলেন যাবেন আটহাজার আটশো মিটার উঁচুতে তাঁদের দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও কী হবে আপনার রি অ্যাক্শন?



অসম্ভব নয়। চাই অদম্য মনের জোর। আর আর্থিক আনুকুল্য। প্রপার ট্রেনিং। বলছেন দৃষ্টিহীনদের পর্বতারোহনের এই প্রশিক্ষক।


ট্রেনার ইন্দ্রনাথবাবু অভিজিতদের হাতে ধরে শেখাচ্ছেন। নিয়ে যেতে চাইছেন উচ্চতার শিখরে। এরমধ্যে সান্দাকফুর মতো পর্বতে এঁদের নিয়ে উঠেছেন। ট্রেনিং চলছে দার্জিলিঙে।যদিও প্রতি পদে পদে বিপদ।


বিপদ আছে। তাতে থোড়াই কেয়ার। মনের জোরেই বন্ধুর বাধা টপকে উঁচুতে পৌঁছবেন একদিন না একদিন।


কথায় বলে 'পঙ্গুর গিরি লঙ্ঘন' অবাস্তব, কিন্তু অভিজিত, ইন্দ্রনাথরা তো সেই অবাস্তবটাকেই বাস্তব করার লড়াইতে নেমেছেন।