ওয়েব ডেস্ক:  তৃণমূলের পার্টি অফিস থেকে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিস। নানুরের বালিগুনি গ্রামে তৃণমূলের পার্টি অফিসে আজ সকালে ড্রাম ভর্তি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিসে। পুলিস গিয়ে বোমাগুলি উদ্ধার করে।


অন্যদিকে, চুঁচুঁড়ার ধরমপুরে সিপিএম নেতা সুদীপ চ্যাটার্জির বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারে এলাকায়  চাঞ্চল্য ছড়াল। অভিযোগ গতরাতে সুদীপের দাদা জয়দীপ চ্যাটার্জিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপর আজ সকালে সুদীপের বাড়ির সামনে থেকে তিনটি বোমা উদ্ধার হয়। সিপিএমের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।