ওয়েব ডেস্ক: চুঁচুড়ার নলডাঙায় বিজেপির যুব নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ। গতকাল রাতে যুব মোর্চার সহ সভাপতি সুরেশ সাউয়ের বাড়িতে বোমা মারা হয়। একটি বোমা ফাটলেও, একটি ফাটেনি। পুলিস গিয়ে তাজা বোমাটি উদ্ধার করে। সুরেশ সাউয়ের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁর ওপর হামলা হতে পারে বলে খবর পাচ্ছিলেন তিনি। ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৩১ মার্চের পর কী করবেন জিও গ্রাহকেরা? অবশ্যই জানুন


অন্যদিকে, কাশ্মীরে লাগাতার তুষারপাতের জের এ রাজ্যের আবহাওয়াতেও লাগলো জোর ধাক্কা। এক ধাক্কায় কলকাতায় পারদ নামল ২ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩। গতকাল রাত থেকেই তাই ঠান্ডা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কিছুদিন থাকছে শীত। শীতের শুরুতেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, এবার লম্বা হবে না শীতের ইনিংস।


আরও পড়ুন কিডনিতে পাথর হওয়ার কারণগুলো জেনে নিন