বোমাবাজিতে উত্তপ্ত বর্ধমানের মঙ্গলকোট, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমানের মঙ্গলকোট। আজ সকাল থেকে মঙ্গলকোটের কুলশোলা গ্রামে শুরু হয়েছে বোমাবাজি। শাসকদলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে তারা।
ওয়েব ডেস্ক: বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমানের মঙ্গলকোট। আজ সকাল থেকে মঙ্গলকোটের কুলশোলা গ্রামে শুরু হয়েছে বোমাবাজি। শাসকদলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে তারা।
বোমাবাজির প্রসঙ্গে জানা গিয়েছে, গতকাল সিপিএম করার অপরাধে দলের দুই কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। গুরুতর আহত রফিকুল হাসান শেখ ও ইসমাইল শেখকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় হাসান শেখের। এরপরই আজ সকাল থেকে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। যদিও গতকাল সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।