মন্দারমণি সৈকতে এবার বসতে পারে সিসিটিভি
মন্দারমণিতে মর্মান্তিক দুর্ঘটনার পর তত্পর হল প্রশাসন। আজ সকাল থেকে কোনও গাড়িকেই সমুদ্র সৈকতে নামতে দেওয়া হচ্ছে না। তবে রাস্তা নিয়ে একটি সঙ্কট রয়েই গেছে। কারণ বেশ কয়েকটি রিসর্টে পৌছনের একমাত্র পথ সমুদ্র সৈকতই। বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে। তা শেষ হতে ছ`মাস সময় লাগবে।
ওয়েব ডেস্ক: মন্দারমণিতে মর্মান্তিক দুর্ঘটনার পর তত্পর হল প্রশাসন। আজ সকাল থেকে কোনও গাড়িকেই সমুদ্র সৈকতে নামতে দেওয়া হচ্ছে না। তবে রাস্তা নিয়ে একটি সঙ্কট রয়েই গেছে। কারণ বেশ কয়েকটি রিসর্টে পৌছনের একমাত্র পথ সমুদ্র সৈকতই। বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে। তা শেষ হতে ছ'মাস সময় লাগবে।
আরও পড়ুন- মন্দারমণিতে দুর্ঘটনায় বিএমডব্লু চালক দীপেশ কুমারকে গ্রেফতার করল পুলিস
সমুদ্র সৈকতে নজরদারির জন্য প্রশাসনকে CCTV বসাতেও অনুরোধ করেছে পুলিস। মন্দারমণি সৈকতে CCTV বসানোর জন্য চাপ দেওয়া হচ্ছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে। এদিকে, দুর্ঘটনার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কোস্টাল থানার পুলিস। মৃত বৈভব রজনীশের পরিবারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কোনও লিখিত অভিযোগ করতে রাজি হয়নি।