ওয়েব ডেস্ক: বাংলায় ২০১৬ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখনও বাকি। তারই আগে রাজ্যে ঢুকে পড়ল কেন্দ্রীয় বাহিনী। গতরাতে হাওড়া গ্রামীণ এলাকায় পৌছেছে তিনশো আধাসেনা জওয়ান। কলকাতা শহরেও ঢুকেছে চার কোম্পানি আধাসেনা। কলকাতা পুলিসের মোট ডিভিশন আটটি। প্রতিটি ডিভিশনের সঙ্গে থাকবে আধ কোম্পানি আধা সেনা। শহরের বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ করেছে আধা সেনা। মার্চের সাত তারিখ আরও কেন্দ্রীয় বাহিনী পৌছনোর কথা রাজ্যে। রাজ্যের প্রত্যেক জেলায়ই টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের জন্য রেকর্ড সাড়ে সাতশো কোম্পানি আধাসেনা রাজ্যে আসবে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।