ওয়েব ডেস্ক: খাতায় কলমে প্রথমিক স্কুলের শিক্ষিকা। হোম চালান, এক কথায় যাকে বলা যায় সমাজসেবী। সেই চন্দনা চক্রবর্তীর সম্পত্তির হিসেব চমকে ওঠার মতো। দার্জিলিং থেকে কলকাতা, ছড়িয়ে তাঁর জমি-বাড়ি, রিসর্ট। রীতিমতো কোটিপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাহ, কোনও শিল্পপতির সম্পত্তির হিসাব নয় এটা... এসব কিছুর মালিক চন্দনা চক্রবর্তী। জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে প্রধান অভিযুক্ত। এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে চন্দনার যে সম্পত্তির তালিকা এসেছে, জানলে চোখ কপালে উঠবে...


সাধারণ শাড়িতে এক্কে বারে লো প্রোফাইলে চলা চন্দনাকে দেখে কে বলবে , তলে তলে সে এতবড় সাম্রাজ্য বানিয়েছে! জলপাইগুড়ি শহরে চন্দনার ২টি বাড়ি রয়েছে। ১টি SUV সহ ২টি  গাড়ির মালিক চন্দনা। শিলিগুড়ি, জলপাইগুড়িতে নামে-বেনামে প্রচুর জমি কিনেছে সে। জমি রয়েছে আলিপুরদুয়ারেও। হোম করার জন্য এই জমি কেনে চন্দনা। দার্জিলিংয়ে বেনামে রিসর্ট রয়েছে তার। কলকাতাতেও বাড়ি আর ফ্ল্যাট রয়েছে চন্দনার। সোর্স অফ ইনকাম বলতে শিশু পাচারের টাকা। আর সেই টাকাতেই গড়ে উঠেছিল চন্দনার এই রাজ্যপাট...