জগদ্ধাত্রী পুজোয় মাতোয়ারা চন্দননগর
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। ষষ্ঠীতে চন্দননগর রোদ ঝলমলে। উধাও মনখারাপ। চতুর্থী-পঞ্চমীর নাডার ক্ষত সরিয়ে রাত থেকেই মণ্ডপে মণ্ডপে ফিনিশিং টাচ। এবার চন্দননগর জগদ্ধাত্রী কেন্দ্রীয় কমিটির পুজোর সংখ্যা একশ ছাপ্পান্ন। চন্দননগরে হচ্ছে একশ সতেরটি পুজো, ভদ্রেশ্বরে ঊনচল্লিশটি। গোটা রাজ্য তো বটেই চন্দনগরের জগদ্ধাত্রী পুজো পরিচিত সারা দেশ জুড়ে। মূর্তি, মণ্ডপ, আলোকসজ্জা সবেতেই অনন্য চন্দননগরের পুজো। এই অবস্থায় হঠাত্ই নাডার হামলা। তবে শেষমেষ তা সরেছে। নতুন করে ঝাপিয়ে পড়েছে কমিটিগুলি। পঞ্চমীর রাতেই চন্দননগরের লক্ষ্মীগঞ্জে ঢাকির হাট হয়ে গেল। সারা রাত বাজল ঢাক। হাট থেকে ঢাকিরা গেলেন মণ্ডপে মণ্ডপে।
ওয়েব ডেস্ক: মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। ষষ্ঠীতে চন্দননগর রোদ ঝলমলে। উধাও মনখারাপ। চতুর্থী-পঞ্চমীর নাডার ক্ষত সরিয়ে রাত থেকেই মণ্ডপে মণ্ডপে ফিনিশিং টাচ। এবার চন্দননগর জগদ্ধাত্রী কেন্দ্রীয় কমিটির পুজোর সংখ্যা একশ ছাপ্পান্ন। চন্দননগরে হচ্ছে একশ সতেরটি পুজো, ভদ্রেশ্বরে ঊনচল্লিশটি। গোটা রাজ্য তো বটেই চন্দনগরের জগদ্ধাত্রী পুজো পরিচিত সারা দেশ জুড়ে। মূর্তি, মণ্ডপ, আলোকসজ্জা সবেতেই অনন্য চন্দননগরের পুজো। এই অবস্থায় হঠাত্ই নাডার হামলা। তবে শেষমেষ তা সরেছে। নতুন করে ঝাপিয়ে পড়েছে কমিটিগুলি। পঞ্চমীর রাতেই চন্দননগরের লক্ষ্মীগঞ্জে ঢাকির হাট হয়ে গেল। সারা রাত বাজল ঢাক। হাট থেকে ঢাকিরা গেলেন মণ্ডপে মণ্ডপে।
আরও পড়ুন শীত কী চলে এলো? কী বলছে আবহাওয়া দফতর?
পুজোর সময় লক্ষাধিক মানুষ আসেন চন্দননগর। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা নিচ্ছিদ্র করতে মোতায়েন করা হয়েছে। আকাশে উড়ছে ড্রোণ। শতাধিক সিসিটিভি লাগানো হয়েছে শহর জুড়ে। নদী পথে রাখা হচ্ছে কঠোর নজরদারি।
আরও পড়ুন রোগ সারাতে ওঝার শরণাপন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু এক আদিবাসী যুবকের!