ওয়েব ডেস্ক: গতকাল তাণ্ডবের পর আজও থমথমে মন্দিরবাজারের গৌরমোহন কলেজের পরিস্থিতি। স্থানীয় বিধায়ক জয়দেব হালদারের দিকে আঙুল তুলেছেন অধ্যক্ষ। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। (দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার কলেজে ভাঙচুর)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তাণ্ডবের চিহ্ন এখনও স্পষ্ট। অধ্যক্ষের চোখে-মুখে আতঙ্ক। কলেজে ছাত্রছাত্রী-অধ্যাপক-অশিক্ষক কর্মীদের হাজিরা নেই বললেই চলে। কলেজ ভোটে জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার ছিল সাধারণ সম্পাদক নির্বাচনের দিন। সেই পর্ব মিটতেই অধ্যক্ষের ঘরে ঢুকে পড়ে একদল বহিরাগত। বহিরাগতরা অধ্যক্ষকে নিগ্রহ করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় কম্পিউটার, সিসিটিভি। 



মন্দিরবাজার গৌরমোহন কলেজের অধ্যক্ষ, স্থানীয় তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের দিকে আঙুল তুললেও বিধায়ক এ নিয়ে কিছু বলতে চাননি। তবে, অভিযোগ, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচন জয়দেববাবুর পছন্দসই না হওয়াতেই চলে হামলা। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ।