ওয়েব ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হালিশহর। রাতে ৭ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় ২ তৃণমূলকর্মীর ওপর হামলা। দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে বসে গল্প করার সময়েই আক্রান্ত হন পাপন সাহা ও সঞ্জয় দে নামে ২ যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাত্‍ই একটি টোটোতে করে এলাকায় হানা দেয় ৫ দুষ্কৃতী।  নাম করে খোঁজ শুরু হয় পাপনের। বিপদের আঁচ পেয়ে  উর্ধবশ্বাসে দৌড়তে শুরু করেন পাপন। এরপরেই তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়  দুষ্কৃতীরা। পিঠে গুলি লাগায় মাটিতে লুটিয়ে পড়েন পাপন। এরপরেই পাপনের সঙ্গে থাকা সঞ্জয়ের মাথায় রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। গুরুতর জখম হন তিনিও।


এলাকার বাসিন্দার কিছু বুঝে ওঠার আগেই টোটোতে চেপে চম্পট দেয় ৫ দুষ্কৃতীই। পাড়াপ্রতিবেশীরাই জখম পাপন এবং সঞ্জয়কে উদ্ধার করে কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে খানা তল্লাসিও। ঘটনায় বারবার তৃণমূল সিপিএম দু'পক্ষের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।