ওয়েব ডেস্ক: রাজ্য বিধানসভায় নামবদলের প্রস্তাব পাশের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, 'বাংলা নাম নিয়ে কোনও বিভ্রান্তি নেই। রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি। নতুন নাম কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেন্দ্র যেন বিষয়টি ফেলে না রাখে। বাংলা নামের সঙ্গে স্বাচ্ছন্দ বেশি। কংগ্রেস-সিপিএমের ভূমিকা দুঃখজনক। শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা। বামেদের আজকের বিরোধিতা ঐতিহাসিক ভুল। একদিন এর মূল্য দিতে হবে বামেদের।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নাম বদলালো পশ্চিমবঙ্গের


তিনি আরও বলেন, 'বাংলা বিশ্ব বাংলা হবে। এটাই আমাদের লক্ষ্য। বাংলা নাম গ্রহণ করতে আপত্তি কোথায়? কথাতেই আছে, বাংলার মাটি বাংলার জল। বাংলা নামের সঙ্গে জড়িয়ে তার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য। আজ ঐতিহাসিক দিন। স্মরণীয় হয়ে থাকবে।'