বর্ধমানে মাঠ থেকে উদ্ধার শিশু
বর্ধমানের মেমারির উলোরা গ্রামে মাঠ থেকে উদ্ধার হল শিশু সন্তান। গতকাল রাতে শিশুর কান্না শুনতে পান স্থানীয় এক বাসিন্দা। তিনি খবর দেন অন্য বাসিন্দাদের। এরপর মাঠ থেকে উদ্ধার হয় দশ বারোদিনের ওই শিশুটিকে। খবর যায় গ্রাম পঞ্চায়েতের কাছেও। পঞ্চায়েতের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেমারি থানায় এবং চাইল্ড লাইনে। শিশুটিকে উদ্ধার করে রাখা হয়েছে ঝিঙ্গুটির চাইল্ড শেল্টার হোমে। শিশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসকরা। আরও পড়ুন- ফলতার তেঁতুলিয়ায় খালধার থেকে উদ্ধার শিশুদের কেউ ফেলে রেখে গেছে, দাবি পুলিসের
ওয়েব ডেস্ক: বর্ধমানের মেমারির উলোরা গ্রামে মাঠ থেকে উদ্ধার হল শিশু সন্তান। গতকাল রাতে শিশুর কান্না শুনতে পান স্থানীয় এক বাসিন্দা। তিনি খবর দেন অন্য বাসিন্দাদের। এরপর মাঠ থেকে উদ্ধার হয় দশ বারোদিনের ওই শিশুটিকে। খবর যায় গ্রাম পঞ্চায়েতের কাছেও। পঞ্চায়েতের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেমারি থানায় এবং চাইল্ড লাইনে। শিশুটিকে উদ্ধার করে রাখা হয়েছে ঝিঙ্গুটির চাইল্ড শেল্টার হোমে। শিশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসকরা। আরও পড়ুন- ফলতার তেঁতুলিয়ায় খালধার থেকে উদ্ধার শিশুদের কেউ ফেলে রেখে গেছে, দাবি পুলিসের
পড়ুন- বাবা-মায়ের কেনা বা তৈরি করা বাড়িতে ছেলের কোনও আইনি অধিকার নেই!'