ওয়েব ডেস্ক: এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা। খাস সরকারি হাসপাতালের বিরুদ্ধে এবার শিশু পাচারের অভিযোগ উঠল। বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে আজ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বাগদার বাসিন্দা দাস দম্পতি।  এবছরের পয়লা এপ্রিল। বনগাঁ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন রিঙ্কু দাস। ৫দিন সব স্বাভাবিক। তারপরই আয়া জানায়, দুই শিশুর মধ্যে একজনের শরীর খারাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জেলার সব খবর এক নজরে


তড়িঘড়ি তাকে ICU তে ভর্তি করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থেকে একবারের জন্যও ছেলেকে দেখতে পাননি মা। দিনকয়েক পর এক চিকিত্সক রিঙ্কুকে জানানো হয় তাঁর সন্তান মারা গেছে। কিন্তু, দেহ বাবা-মার হাতে দেওয়া হয়নি। দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটও।


সপ্তাহখানেক আগে শিশু পাচারের সংবাদমাধ্যমে শিশু পাচারের খবর দেখেন রিঙ্কু। উদ্ধার হওয়া একটি শিশুকে দেখে মনে হয়, সেটি তাঁরই সন্তান। তারপরই বাগদা থানায় অভিযোগ দায়ের করে দাস দম্পতি। সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় ভবানীভবনে। ঘটনার তদন্ত শুরু করেছে CID।