ওয়েব ডেস্ক: শিশু পাচারের অন্যতম চাঁই বাসন্তী চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিস। তাকে CID-র হাতে তুলে দেয় ঠাকুরপুকুর থানার পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


দোস্তিপুর হোমের কোঅর্ডিনেটর বাসন্তী কয়েকদিন ধরেই ফেরার ছিল। পুলিস হোমে হানা দেওয়ার আগেই চম্পট দেয় বাসন্তী। বাসন্তী চক্রবর্তী ও আরেক ধৃত বিমল অধিকারী ১০ শিশুকে পূর্বাশা হোমে পৌছে দিয়েছিল। শুধু তাই নয়,  সরকারি সাহায্য প্রাপ্ত দোস্তিপুর হোমের আড়ালে শিশু বিক্রির ব্যবসা চালাত বাসন্তী ও বিমল। কোথায় কোথায় এবং কাদের শিশু পাচার করা হত, আরও কারা এই চক্রে জড়িত, তা জানতে রাতভর বাসন্তীকে জেরা করে CID। গোয়েন্দা সূত্রে খবর এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে পাচারচক্রের জাল গোটানোর চেষ্টা করবে CID।